বন্যাকবলিতদের সহযোগিতায় সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর চালু
১৮ জুন ২০২২ ১৪:৫৩ | আপডেট: ১৮ জুন ২০২২ ১৬:৫৪
ঢাকা: সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে বন্যায় ক্ষতিগ্রস্তরা সেনাবাহিনীর সহায়তা নিতে পারবেন।
শনিবার (১৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এসব নম্বরে বিনামূল্যে ফোন দিয়ে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার জন্য বলা হয়েছে।
টোল ফ্রি নম্বরগুলো: 01769177266, 01769177267, 01769177268, 01852788000, 01852798800, 01852804477, 01987781144, 01993781144, 01995781144, 01513918096, 01513918097, 01513918098
সারাবাংলা/একে
আইএসপিআর টপ নিউজ বন্যা দুর্গত বাংলাদেশ সেনাবাহিনী সিলেট সুনামগঞ্জ সেনাবাহিনী