Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১৬:৫৮

কক্সবাজার: ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কক্সবাজারে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম জাতীয় বিচ ডজবল প্রতিযোগিতা-২০২২।’

শুক্রবার (১৭ জুন) সকাল ১১টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

এ প্রতিযোগিতা সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে হওয়ার কথা থাকলেও ঝড়ো অবহাওয়ার কারণে বলের গতি পরিবর্তনের আশঙ্কায় ভেন্যু হিসেবে স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন),আনসারের কক্সবাজার জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ, কুটুম বাড়ি রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লায়ন নুরুল কবির পাশা ও আনসারের সহকারী পরিচালক মো. রায়হান উদ্দিন ফকির।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন।

ওয়ালটন প্রথম বিচ ডজবল প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে ৫টি করে দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ ডজবল ক্লাব, শেখ রাসেল ডজবল একাডেমি, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ জেলা।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকার অর্জনকারী দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া সেরা খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

সারাবাংলা/এমও

কক্সবাজার জাতীয় বিচ ডজবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর