Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্বত্য চট্টগ্রামে প্রকল্প বাস্তবায়নে নয়-ছয় না করার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১৬:৫৩

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রকল্প বাস্তবায়নে নয়-ছয় না করার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, ‘একনেকের সবগুলো প্রকল্প প্রধানমন্ত্রীর মাধ্যমে অনুমোদিত হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পটি একনেকে অনুমোদন হয়েছে। তাই আমরা বলতেই পারি, প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের বিষয়ে আন্তরিক। তাই প্রকল্প বাস্তবায়নে নয়-ছয় যেন না হয়, ভালোভাবে যেন বাস্তবায়ন হয় সেই চেষ্টাই থাকতে হবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জুন) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা পরিষদ সদস্য ও জেলা মৎস্য বিভাগের আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এতে প্রকল্পবিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইয়াছিন। বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, মাছচাষী সনজিত তঞ্চঙ্গ্যা, সহকারী শিক্ষক ক্যথোয়াইপ্রু রোয়াজা, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাজস্থলীর ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাবেদুল হক, বাঘাইছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা নবআলো চাকমা, লংগদু উপজেলার মাছচাষী মো. কামাল হোসেনসহ অনেকেই।

জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, ‘পাহাড়ে প্রকল্প বাস্তবায়নে সম্ভাবনা যেমন রয়েছে, চ্যালেঞ্জও করেছে। আবার পোনা ছাড়ার ক্ষেত্রে যদি খারাপ পোনা ছাড়েন তাহলে মাছ খুঁজেও পাবেন না। তাড়াহুড়ো করতে গিয়ে প্রকল্প বাস্তবায়নে ত্রুটিবিচ্যুতি হয়ে থাকে তাহলে মাঠ পর্যায়ে পরিদর্শন করে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রকল্প পরিচালককে আহ্বান জানাব।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘গ্রহণকৃত প্রকল্পগুলো যেন টেকসইভাবে বাস্তবায়িত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রাঙ্গামাটির পানিসম্পদকে যদি আমরা অর্থনীতিতে সংযোজন করতে পারি; এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বিজ্ঞাপন

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পটির অধীনে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ২৬টি উপজেলায় ৮১৪টি ক্রিক উন্নয়ন করার উদ্যোগ রয়েছে। চার বছর মেয়াদী এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি সাড়ে ১৭ লাখ টাকা। তবে প্রকল্পের সময়সীমার দুই বছর অতিক্রম হলেও এখনো ৫০ শতাংশ কাজও সমাপ্ত করা যায়নি। অবশ্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এজন্য মহামারিকে দায়ী করছেন।

সারাবাংলা/এমও

নয়-ছয় পার্বত্য চট্টগ্রাম প্রকল্প বাস্তবায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর