যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ২
১৭ জুন ২০২২ ১৫:৪৬ | আপডেট: ১৭ জুন ২০২২ ১৯:১৯
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে নির্বিচারে বন্দুক হামলায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১৬ জুন) আলাবামার ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল গির্জায় এ ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আলাবামা পুলিশ সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গির্জার ওয়েবসাইটে এ ব্যাপারে বলা হয়, বৃহস্পতিবার রাতে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের মধ্যেই হামলার ঘটনা ঘটে।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে নির্বিচারে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। ২৪ মে টেক্সাসের উভালদে রব এলিমেন্টারিতে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১৯ শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হন। ওই হামলার পরপর নিউইয়র্কের বাফেলোতে নির্বিচার বন্দুক হামলায় প্রাণ হারান ১০ জন। এছাড়া মাত্র তিন সপ্তাহর মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় ছোট বড় কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে।
আমেরিকার সংবিধানের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী নাগরিকদের আগ্নেয়াস্ত্র বহনের অধিকার রয়েছে, অর্থাৎ এটি তাদের সাংবিধানিক অধিকার। এ কারণে ১৮ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা বন্দুকের দোকান থেকে সহজেই আগ্নেয়াস্ত্র কিনতে পারেন। আমেরিকার রক্ষণশীল নাগরিকরা আগ্নেয়াস্ত্র বহনের এ স্বাধীনতার পক্ষে। তারা আগ্নেয়াস্ত্রের উপর সরকারি নিয়ন্ত্রণ সমর্থন করেন না। ফলে দেশটিতে কঠোর বন্দুক আইন প্রণয়ন সম্ভব হচ্ছে না। আর এতে বন্দুক হামলাও ঠেকানো যাচ্ছে না।
গত শনিবার যুক্তরাষ্ট্রে অবাধ বন্দুক বহনের অধিকার প্রদান করা আইনে সংস্কার আনার দাবিতে প্রায় সাড়ে চারশোর বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর মার্কিন কংগ্রেসে ডেমোক্রেট ও রিপাবলিকান কয়েকজন সিনেটর বন্দুক আইনের সংস্কারের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছান। তবে শেষ পর্যন্ত সিনেটে সংস্কার আইন কবে নাগাদ পাশ হবে তা অনিশ্চিত।
সারাবাংলা/আইই