সুনামগঞ্জে ঘুরতে গিয়ে আটকা পড়েছেন ঢাবির ২১ শিক্ষার্থী
১৭ জুন ২০২২ ১৫:২৯ | আপডেট: ১৭ জুন ২০২২ ১৬:৫৩
সিলেটের সুনামগঞ্জে ঘুরতে গিয়ে আচমকা বন্যা পরিস্থিতিতে আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী। বর্তমানে তারা সুনামগঞ্জ শহরের একটি হোটেলে অবস্থান করলেও খাদ্য ও পানির সংকটে আতঙ্কিত আছেন বলে জানিয়েছেন। এদিকে ঢাবি প্রশাসন জানিয়েছে, ওই ২১ শিক্ষার্থীকে ফিরিয়ে আনার ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আটকা পড়া ২১ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ালেখা করেন। তিন দিন আগে তারা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন।
বৃহস্পতিবার (১৬ জুন) সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হলে এই শিক্ষার্থীরা সুনামগঞ্জের শহরের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন।
আরও পড়ুন- সিলেট ও সুনামগঞ্জে বন্যা মোকাবিলায় সেনাবাহিনী
আটকে পড়া একজন শিক্ষার্থী শোয়াইব আহমেদ বলেন, ‘আমরা এখানে খাবার, সুপেয় পানির সংকটে আছি। এখানে শৌচাগারের ব্যবস্থাও নেই। মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। সব মিলিয়ে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। আমাদের মধ্যে চরম অনিশ্চয়তা কাজ করছে। উদ্ধারের জন্য আমরা আরজি জানাচ্ছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এ ব্যাপারে আমরা সহযোগিতা কামনা করছি। প্রয়োজনে প্রশিক্ষিত উদ্ধারকারী দল পাঠিয়ে শিক্ষার্থীদের উদ্ধারের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন- গলা পানিতে ডুবছে সুনামগঞ্জ, ভেসে যাচ্ছে পশুপাখি
এদিকে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আবুল মনসুর আহম্মদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কো-অর্ডিনেট করে আটকা পড়া শিক্ষার্থীদের ব্যাপারে কাজ করছেন তিনি।
সারবাংলাকে অধ্যাপক আবুল মনসুর আহম্মদ বলেন, ’প্রক্টর মহোদয় আমাকে ফোন করার পর দুপুরেই আমি প্রক্টর অফিসে এসেছি। এরই মধ্যে র্যাবের ডিজি, আইএসপিআরের ডিরেক্টর এবং সুনামগঞ্জ পুলিশের এসপি’র সঙ্গে কথা বলেছি। আটকে পড়া শিক্ষার্থীদের আপাতত পুলিশ লাইনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।’
আরও পড়ুন-
আড়াই দশকে রেকর্ড বৃষ্টি চেরাপুঞ্জিতে, ঢলে ডুবল সিলেট-সুনামগঞ্জ
সারাবাংলা/আরআইআর/টিআর