Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্প থেকে যুক্তরাষ্ট্রের তৈরি এম ১৬টি বন্দুক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১২:৫৭

কক্সবাজার: জেলার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এম ১৬টি একটি বন্দুক ও ৪৯১টি গুলি উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) রাতে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর এটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি। এ অভিযানের নেতৃত্ব দেওয়া ৮ এপিবিএন’র অধিনায়ক (এসপি) শিহাব কায়সার খান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিহাব কায়সার খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এম/১৭,ক্যাম্প-১৮ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। তার একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগের ভেতরে অস্ত্র ও বুলেটগুলো পাওয়া যায়। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, অস্ত্রটি আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী মাস্টার নবী হোসেন গ্রুপের। বড় ধরনের নাশকতার জন্য এ অস্ত্রটি ক্যাম্পে আনা হয়েছে। একই ধরনের আরও অস্ত্র ক্যাম্পে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এম ১৬টি রাইফেল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে থাকে।

রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও মাস্টার নবী হোসেন গ্রুপের সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এ কারণে সম্প্রতি দুটি গ্রুপই ক্যাম্পে তাদের শক্তি বৃদ্ধি করে চলছে। এতে করে এ দু’টি গ্রুপের মধ্যে যেকোনো সময় ভয়াবহ সংঘর্ষের অশঙ্কা করছেন তারা।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানান হয়, ক্যাম্পে যেকোনো নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছেন তারা। অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত এক সাপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পে একজন মাঝিসহ অন্তত ৩ খুনের ঘটনা ঘটেছে। এছাড়া হামলা ও পাল্টা হামলায় গুরুত্বর আহত হয়েছেন অনেকেই।

সারাবাংলা/এনএস

এম ১৬টি বন্দুক উদ্ধার রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর