ইউক্রেনকে ন্যাটোতে টানা অপরাধ: ল্যাভরভ
১৭ জুন ২০২২ ০৯:০৯ | আপডেট: ১৭ জুন ২০২২ ১২:০৫
ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে টেনে নেওয়া একটি অপরাধমূলক কাজ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একইসঙ্গে রাশিয়া প্রতিবেশী দেশটিতে আক্রমণ করেনি বলেও দাবি করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) মস্কোতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে সের্গেই ল্যাভরভ বলেন, ‘আমরা একটি বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেছি। কারণ, আমাদের কাছে পশ্চিমাদের বোঝানোর আর কোনো উপায় ছিল না যে, ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনা একটি অপরাধমূলক কাজ।’
এ সময় ল্যাভরভ দাবি করেন, ‘আমরা ইউক্রেন আক্রমণ করিনি।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর অল্প কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর মধ্যে বিবিসিকে গত কাল এই সাক্ষাৎকার দিলেন তিনি।
ইউক্রেনে প্রায় চার মাস ধরে চলা রুশ বাহিনীর আক্রমণের কারণে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর লাখ লাখ ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
সারাবাংলা/এনএস