Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি উত্তেজিত হলে কুমিল্লায় লাশ পড়ত: বাহার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ০৮:২৩

ফাইল ছবি

কুমিল্লা থেকে: সংসদ সদস্য হিসেবে কুমিল্লায় থাকার কারণেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব হয়েছে বলে দাবি করেছেন আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রশাসনের দিকে অভিযোগ জানিয়ে কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, আমি উত্তেজিত হলে কুমিল্লায় লাশ পড়ত। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপারসহ (সদর সার্কেল) ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি তার।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সম্প্রতি সময়ে নানাভাবে আলোচনায় থাকা আ ক ম বাহাউদ্দিন বাহার।

বিজ্ঞাপন

বাহাউদ্দীন বাহার বলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান। তার ব্যক্তিগত বিষয়ে তদন্ত হওয়া দরকার। তিনি মুক্তিযুদ্ধের সন্তান হলে কখনো নৌকার কর্মীদের গায়ে হাত দিতে পারতেন না। পা ভেঙে দিয়েছে বিনা কারণেই। আমার দলীয় নেতা-কর্মীদের কেন্দ্র থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমার নেতাকর্মীরা তো কোনো বিশৃঙ্খলা করেনি। তারপরেও আমাদের ৫০ জনেরও বেশি নেতা-কর্মী বিনা কারণে সোহান সরকারের নেতৃত্বে মার খেয়ে হসপিটালে পড়ে আছে, কেউ আছে জেলে। কেন? সুষ্ঠু নির্বাচনে তারা সহযোগিতা করেছে। তবুও এই পদক্ষেপ কেন?

তিনি আরও বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে ১৪ জন নেতাকর্মীকে বিনা কারণে জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ওই ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে অধিকতর তদন্ত হওয়া দরকার। আমি তাদের ব্যাপারে সন্দিহান।

দলের নির্বাচিত কাউন্সিলরদের প্রতি হুঁশিয়ারি দিয়ে এমপি বাহার বলেন, আমি শুনেছি আমার দলীয় কাউন্সিলর যারা রয়েছেন, তাদের অনেকেই চাঁদাবাজিতে যুক্ত আছেন। নতুন মেয়র রিফাতকে নিয়ে আমি এসব চাঁদাবাজ কাউন্সিলরদের প্রতিহত করবো।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ্ খোকন, মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, এমপি বাহারের স্ত্রী মেহেরুন্নেসা বাহার, মেয়ে আয়মান বাহার সোনালিসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী এবং বাহার সমর্থিত নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/এনএস

আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা সিটি করপোরেশন কুসিক নির্বাচন ২০২২

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর