Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

ডি‌স্ট্রিক করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ২৩:০৯

লালমনিরহাট: কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্ট সাংবাদিক সাব্বির আহমেদের ওপর হামলা চালিয়েছে কাদের ও গফুর বাহিনীর সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৬ জুন) সংবাদকর্মী সাব্বির আহমেদ বলেন, ‘বুধবার বিকাল পাঁচটার দিকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে গতিরোধ করে রাস্তায় সাংবাদিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হামলা করে।’

বিজ্ঞাপন

মারধর করে তার ক্যামরা ১০ হাজার টাকাসহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে কাদের ও গফুর বাহিনীর সাংবাদিক সাব্বির আহমেদকে তাদের বিরোধী কোনো সংবাদ করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

বর্তমান সাব্বির কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম গোলাম রসুল ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সারাবাংলা/এমও

লালমনিরহাট সাংবাদিক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর