দেশের প্রথম নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন
১৬ জুন ২০২২ ১৭:৪৭ | আপডেট: ১৬ জুন ২০২২ ১৯:০৮
ঢাকা: নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। বৃহস্পতিবার (১৬ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেলেন ফাতিমা ইয়াসমিন।
ফাতিমা ইয়াসমিন ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে যোগদান করেন। তিনি ইআরডিরও প্রথম নারী সচিব ছিলেন।
এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্সের (আইপিএফ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরীফা খানকে ইআরডি সচিব করা হয়েছে।
এর কয়েকদিন আগে, অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফলে তার পদটি ফাতিমা ইয়াসমিনের নিয়োগ দেওয়ার মাধ্যমে পূর্ণ হলো। আগামী ১১ জুলাই তার নিয়োগ কার্যকর হবে। অপরদিকে বর্তমান অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের শেষ কার্যদিবস ৪ জুলাই।
প্রজ্ঞাপন অনুযায়ী— আবদুর রউফ বিদায় নেওয়ার এক সপ্তাহ পর নতুন কর্মস্থলে যোগ দেবেন ফাতিমা ইয়াসমিন।
ফাতিমা ইয়াসমিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।
সারাবাংলা/জিএস/একে