‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর অলিখিত আইনগুলো সংরক্ষণ করা প্রয়োজন’
১৬ জুন ২০২২ ১৭:৩১ | আপডেট: ১৬ জুন ২০২২ ১৭:৩৩
রাঙ্গামাটি: পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর রীতিনীতিগুলো আছে বলেই পার্বত্য অঞ্চলের সামাজিক সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। এই অলিখিত আইনগুলো সংরক্ষণ করা প্রয়োজন বলে জানিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বলেছেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি, খুন গুম করে কখনোই পাহাড়ে শান্তি ফিরবে না। শান্তি ফিরিয়ে আনতে ১৯৯৭ সালে আলোচনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এরপরও পার্বত্য অঞ্চলে সংঘাত, খুন, গুম, চাঁদাবাজি কখনোই মেনে নেওয়া যায় না।’
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়।
সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি কংজরী চৌধুরীর সভাপতিত্বে হেডম্যান সম্মেলনে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংইরয়ং ম্রো, চট্টগ্রাম বিভাগীয় কমিশনের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ হেডম্যানরা।
সম্মেলনে তিন পার্বত্য জেলার ৩৫০ জন হেডম্যান কারবারি অংশ নেন।
সারাবাংলা/এমও