Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ১৭:১৬ | আপডেট: ১৬ জুন ২০২২ ১৮:৫৩

ঢাকা: মানহানি ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল, মোহাম্মদ কামরুজ্জামান মামুন, কে আর খান পাঠান, সাগর হোসেন, রুকুনুজ্জামান সুজা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।

পরে আইনজীবী কায়সার কামাল সারাবাংলাকে জানান, এই দুই মামলায় বেগম খালেদা জিয়া আগে থেকেই জামিনে ছিলেন। স্থায়ী জামিন প্রশ্নে আগে জারি করা রুল আজ যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এই দুই মামলায় বেগম খালেদা জিয়ার জামিন স্থায়ী হলো।

এর আগে ২০১৯ সালে ১৮ জুন এ দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাস করে জামিন দেন হাইকোর্ট। পরবর্তীতে জামিনের মেয়াদ বাড়ানো হয়।

২০১৪ সালে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এ দুটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/একে

খালেদা জিয়া টপ নিউজ বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর