Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো নির্মল রঞ্জন গুহকে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ১৬:৩৪

ঢাকা: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেন। গত রোববার থেকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নির্মল রঞ্জন গুহ।

এদিকে, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন জানান, গত রোববার রাতে নির্মল রঞ্জন গুহের রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায়। তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়।

এর আগে, নির্মল রঞ্জন গুহর স্ত্রী আলেয়া রানী গুহ জানান, গত রোববার তার স্বামী দোহারে গিয়েছিলেন। সেখানে তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে ওইদিন রাতেই তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।

সারাবাংলা/এনআর/পিটিএম

নির্মল রঞ্জন গুহ সভাপতি স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর