Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশি বাধায় পণ্ড ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ১৫:২২ | আপডেট: ১৬ জুন ২০২২ ১৭:১৭

ঢাকা: মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। রাজধানীর শান্তিনগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর পুলিশ আটকে দেয়। এতে দলের নেতাকর্মীরা ভারতীয় দূতাবাসের দিকে আর এগোতে পারেননি।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আটকে দেয় পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে শান্তিনগরে উপস্থিত পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ সারাবাংলাকে বলেন, ইসলামী আন্দোলনের পূর্বঘোষিত একটা কর্মসূচি ছিল। লিখিত আবেদন করেছিল বাড্ডা পর্যন্ত যাবে তারা। কিন্তু শহর কর্মব্যস্ত থাকায় আমরা নাইটিঙ্গেল মোড় পর্যন্ত অনুমতি দিয়েছিলাম। পরে তাদের অনুরোধে শান্তিনগর পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হয়। তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেছে।

চরমোনাই পীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল দিয়ে শান্তিনগরে যায় । এসময় সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ফলে কিছু ভোগান্তি হয় সাধারণ মানুষের।

এর আগে, সকাল ১১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগরী ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা মহানবীকে নিয়ে কটুক্তিকারী ভারতীয় বিজেপি পার্টির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। এ সময় বক্তারা ভারতীয় পণ্য বর্জনের হুমকিও দেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুন) বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশে নেতারা ১৬ জুন ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

সারাবাংলা/ইউজে/একেএম

ইসলামী আন্দোলন টপ নিউজ পুলিশি বাধায় পণ্ড ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর