শরীয়তপুরে ইউপি নির্বাচনে শটগানের গুলিতে আহত ৩
১৫ জুন ২০২২ ২৩:৪৫ | আপডেট: ১৬ জুন ২০২২ ০০:৪৩
ঢাকা: শরীয়তপুরের জাজিরা থানার বিলাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শটগানের গুলিতে দুই বছরের এক শিশুসহ তিন জন আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন— রাফিয়াত ইসলাম লামিসা (২) ও তার মা রুবিনা আক্তার (৩৬) এবং মো. ইমরান হোসেন ব্যাপারী (৩০)।
বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিলাসপুর ইউনিয়নে গোলাগুলির এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
শিশু লামিসার খালা রাজিয়া সুলতানা জানান, লামিসার বাবা শফিউল ইসলাম ও মা রুবিনা জাজিরার রহিমউদ্দিন মালাইমৃধা কান্দি এলাকায় থাকেন। রুবিনার বাবার বাড়ি জাজিরা থানার বিলাসপুর ইউনিয়নে। সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছিল। রুবিনা সেখানকার ভোটার। এজন্য স্বামী-সন্তানকে নিয়ে সকালেই বাবার বাড়িতে যান।
তিনি বলেন, বাবার বাড়ির সাথেই সিকদার বাড়ি কেন্দ্রে ভোট দেয় রুবিনা। বিকেল ৪টায় ভোট দেওয়া শেষ হয়। যখন ভোট গণনা চলছিল, তখন তারা বাড়িতে বসে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। এমন সময় ভোটকেন্দ্রের ভেতরে হৈ চৈ শুরু হয়। কেন্দ্রের বাইরে থাকা সমর্থকরাও হট্টগোল তৈরি করে। তখন আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়তে থাকে। এসময় জানালার পাশে বসে থাকা রুবিনা ও তার মেয়ে লামিসা গুলিবিদ্ধ হয়।
এদিকে, ইমরানের স্বজনরা জানান, ইমরান কৃষিকাজ করেন। বাড়ি পালং উপজেলার চিতলীয়া গ্রামে। তার চাচা শ্বশুর আজহার মাদবর জাজিরা উপজেলার আট নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী। তার সমর্থনেই ওই এলাকায় গিয়েছিলেন। বিকেলে কেন্দ্রের বাইরে গোলযোগ শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির পেটে ও পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর। এছাড়া শিশুটির মায়েরও হাতে ও পেটে গুলি লেগেছে। আর ইমরানের মাথায় ছড়া গুলি লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/টিআর