Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ২১:৪৭

ঢাকা: চলতি অধিবেশনে উত্থাপিত ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল, ২০২২’ পরীক্ষা-নিরীক্ষা এবং মন্ত্রণালয়ের চলমান সব প্রকল্প কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনের জন্য সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৫ জুন) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ইকবালুর রহিম, ডা. হাবিবে মিল্লাত, শফিকুল আজম খাঁন, মোজাফফর হোসেন, আক্তারুজ্জামান, বেগম শিরীন আহমেদ এবং মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান অংশ নেন।

বিজ্ঞাপন

এছাড়া বৈঠকে মেডিকেল ফিজিসিস্ট’র পরিপূর্ণ কোর্স চালুসহ দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

২০২২ পরামাণু শক্তি কমিশন (সংশোধিত) বিল