Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে ট্রাক চাপায় উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা নিহত


২০ এপ্রিল ২০১৮ ১৪:২৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকায় ট্রাক চাপায় উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো.মনিরুল ইসলাম নিহত হয়েছেন।

শুক্রবার (২০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম রাজশাহী শহরের টিকাপাড়ার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ যাচ্ছিলেন মনিরুল ইসলাম।

রানিহাটি এলাকায় পৌছাঁলে সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পেঁয়াজ ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় ট্রাক ফেলে পালিয়ে যান চালক ও হেলপার। তবে তাদের ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

সারাবাংলা/টিএম/এমআইএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook 

চাঁপাইনবাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর