কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশের মতো: সিইসি
১৫ জুন ২০২২ ২০:১৫ | আপডেট: ১৫ জুন ২০২২ ২২:০৫
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এই নির্বাচনে ৬০ শতাংশের মতো ভোট পড়েছে।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নিজ দফতের সামনে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। যারা একটু বয়োবৃদ্ধ তাদের জন্য অসুবিধা হয়েছে। পুরো ভোট ধারাবাহিকভাবে মনিটরিং করা হয়েছে।’
তিনি বলেন, ‘আগে থেকেই আমরা স্বচ্ছ করার কথা বলেছিলাম। সেজন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দিয়েছি। পর্যবেক্ষরাও তাদের দায়িত্ব পালন করেছেন। প্রবলভাবে কোনো অভিযোগ পায়নি। তবে বৃষ্টির কারণে ভোটগ্রহণে ধীরগতি ছিল।’
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ ক ম বাহারউদ্দিন বাহারকে এলাকা ছাড়ার কথা বলে সমালোচনার মুখে পড়া প্রধান নির্বাচন কমিশনার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয় পাস্ট অ্যান্ড ক্লোজড।’
সারাবাংলা/জিএস/পিটিএম