Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিফাতের সঙ্গে হাড্ডাহাড্ডি, ৩৪ কেন্দ্রে ১১১ ভোটে এগিয়ে সাক্কু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৯:৪৩ | আপডেট: ১৫ জুন ২০২২ ২০:০৩

কুমিল্লা থেকে: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের মধ্যে। ১০৫ ভোটকেন্দ্রের এই নির্বাচনে ৩৪টি বা প্রায় এক-তৃতীয়াংশ কেন্দ্রের ফলে দেখা যাচ্ছে, সাক্কু মাত্র ১১১ ভোটে এগিয়ে রয়েছেন রিফাতের চেয়ে।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে। ১০৫টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট নেওয়া হয়েছে। এরপর সন্ধ্যা ৬টার দিক থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা নিয়ন্ত্রণ কক্ষ ও ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে ফলঘোষণার কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সন্ধ্যা সাড়ে ৭টার তথ্য বলছে, ৩৪টি কেন্দ্রের ফলে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মনিরুল হক সাক্কু পেয়েছেন ১৪ হাজার ৮০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত পেয়েছেন ১৪ হাজার ৬৯৫ ভোট। বাকি তিন প্রার্থীর মধ্যে নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৬৯ ভোট।

আরও পড়ুন-

এর আগে, বৃষ্টির বাগড়ায় দিনভর ভোটারদের উপস্থিতির গতি কখনোই খুব একটা বেশি হতে পারেনি কুমিল্লা সিটিতে। যে কারণে বিকেল ৪টায় যখন ভোটগ্রহণের সময় শেষ, তখনো অনেকেই লাইনে দাঁড়িয়েছে। নিয়ম অনুযায়ী ওই সময় পর্যন্ত অবশ্য যারা ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন, তাদের ভোট নেওয়া হয় ৪টার পরও।

বিজ্ঞাপন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানিয়েছেন, বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে।

এদিকে, কুসিক নির্বাচন পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে বুধবার ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক কামরুল হাসান জানান, ২৩ নম্বর ওয়ার্ডে দিদার হোসেনকে সাত দিনের, সদর দক্ষিণ উপজেলার একজনকে তিন দিনের, ৩ নম্বর ওয়ার্ডে দু’জনকে তিন দিনের, ১০ নম্বর ওয়ার্ডে তিন জনকে তিন দিনের, বড়পুকুর এলাকায় দু’জনকে ৭ দিনের এবং হোচ্ছামিয়া বালিকা বিদ্যালয়ে আরেকজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনের সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টায় জড়িত থাকায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টিকে ঝুঁকিপূর্ণ তালিকায় রাখে প্রশাসন ও নির্বাচন কমিশন। এর মধ্যে সদর দক্ষিণে ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের ৩২টি ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। এই কেন্দ্রগুলো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীতে রাখার কথাও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

কুসিকের তৃতীয় এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচ জন প্রার্থী। এর আগের দুই নির্বাচনেই মেয়র পদে ভোটে নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। এছাড়া এবারে কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই সিটি করপোরেশনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

আরও পড়ুন-

সারাবাংলা/এসবি/টিআর

কুমিল্লা সিটি করপোরেশন কুমিল্লা সিটি নির্বাচন কুসিক নির্বাচন কুসিক নির্বাচন ২০২২ ফলঘোষণা ভোটগ্রহণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর