Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ৩ শিশু হত্যা: ফিজিক্যাল ইন্সট্রাক্টরের জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৯:৩৪ | আপডেট: ১৫ জুন ২০২২ ১৯:৩৬

ঢাকা: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন শিশুকে পিটিয়ে হত্যার মামলায় ওই কেন্দ্রের ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

বুধবার (১৫ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। আসামিপক্ষে শুনানি ছিলেন এ কে এম ফয়েজ।

বিজ্ঞাপন

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ জানান, গত ৯ জুন হাইকোর্ট এ কে এম শাহানুর আলমকে জামিন দিয়েছিল। পরে জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ ওই আবেদন শুনানি নিয়ে চেম্বার আদালত এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) ২০২০ সালের ১৩ আগস্ট বন্দি শিশু-কিশোরদের ওপর কর্মকর্তাদের নির্যাতনে তিন শিশু নিহতের অভিযোগ ওঠে। নিহতরা হলো- বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু পরামানিকের ছেলে নাঈম হোসেন, খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি ও বগুড়ার শেরপুরের মহিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল হোসেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয় আরও ১৫ শিশু-কিশোর। ওই ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।

পরে সরকারের পক্ষ থেকে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। এসব তদন্ত প্রতিবেদনে ওই কেন্দ্রে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে আসে। এর আগে, তিন শিশু হত্যার ঘটনায় নিহত পারভেজ হাসান রাব্বির পিতা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

হত্যা মামলার তদন্ত শেষে পুলিশ গত ২৬ ফেব্রুয়ারি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের চার কর্মকর্তাসহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং অপ্রাপ্তবয়স্ক অপর চার শিশুর বিরুদ্ধে দোষীপত্র দাখিল করে। এ ছাড়া একজনকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত চার কর্মকর্তা হলেন- সাময়িক বরখাস্ত হওয়া সাবেক তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারি তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকোসোস্যাল কাউন্সেলর মুশফিকুর রহমান।

এরপর এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম। এই অবস্থায় রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন স্থগিত মৃত্যু যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর