Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের ওপর মানুষ বিরক্ত: মুজিবুল চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৮:১২

ঢাকা: বাংলাদেশের সমকালীন রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের ওপর বিরক্ত। অতীত কর্মকাণ্ডের জন্য বিএনপিতেও মানুষের আস্থা নেই। তাই মানুষ তৃতীয় রাজনৈতিক বিকল্প খুঁজছে। জাতীয় পার্টি তার ঐতিহাসিক কর্মকাণ্ডের জন্য মানুষের আস্থার স্থল হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (১৫ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি’র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেছেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইজাহারুল হক।

বিজ্ঞাপন

এই যোগদান অনুষ্ঠানে পার্টির মহাসচিব আরও বলেন, ‘জনগণের আস্থায় জাতীয় পার্টি ভবিষ্যত রাজনৈতিক বিকল্প। তাই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জি এম কাদের এমপি’র নেতৃত্বে আস্থা রেখে জাতীয় পার্টিতে যোগদান করছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন মিলন, জাকির হোসেন মিলন, সমরেশ মণ্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান বিপুল, জহিরুল ইসলাম, লে. কর্নেল (অব.) তসলিম উদ্দিন রেজাউল করিম প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/একে

আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টি মুজিবুল চুন্নু