Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের পরের রাতেই বরের গলায় ফাঁস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৭:১৯

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রতন প্রামানিক (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিন আগেই ওই তরুণ বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফিরেছিলেন।

বুধবার (১৫ জুন) সকালে রতনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার  (১৪ জুন) রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তথ্যে জানিয়েছে পুলিশ। এর আগে, সোমবার (১৩ জুন) বিয়ে করে ঘরে নতুন বউ নিয়ে আসেন এই যুবক।

নিহত রতন প্রামানিক জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের সাত টিকরি দক্ষিণপাড়া গ্রামের জয়নাল প্রামাণিকের একমাত্র ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। একমাত্র ছেলের এমন অকাল প্রয়াণে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা। এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

বিয়ের পরের রাতেই রতনের মরদেহ উদ্ধার নিয়ে প্রশ্ন উঠেছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়েই প্রশ্ন সবার। প্রতিবেশী আব্দুল কুদ্দুস (৬২) বলেন, সোমবার উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আসাদুল প্রামানিকের মেয়ে মোছা. আয়শা খাতুনকে বিয়ে করে রতন। তার পরের রাতেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার হলো। তবে আমাদের জানামতে এদের সংসারে কোনো সমস্যা নাই এবং বাইরেও কোনো শত্রু নেই। এ অবস্থায় বিয়ের পরের রাতেই হঠাৎ করে কী হলো, বুঝতে পারছি না।

রতনের বড় বোন মোছা রত্না খাতুন (২৬) বলেন, রাত ১০টার দিকে রতনকে ঘরে রেখে আসলাম। ভোর ৫টার দিকে উঠে রতনকে ডাক দেই। ওর নতুন বউ ঘর খুলে দেয়। ভেতরে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে রতনের দেহ ঝুলে আছে। ওর বউকে জিজ্ঞাসা করলে বলে, সে ঘুমে ছিল। ডাক শুনে দেখে এই অবস্থা।

রতনের স্ত্রী আয়শা খাতুন বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। তখন রতন মোবাইলে গান শুনছিল। এর মাঝে আমি আর কিছুই জানি না। সকালে আপা (ননদ) এসে ডাক দিলে দরজা খুলি। তখন ঘরে আলো এলে দেখি রতনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

বিজ্ঞাপন

স্থানীয় সলঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল আলীম বলেন, মৃত্যুর খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সবার সঙ্গে কথা বলে এটা আত্মহত্যা বলেই মনে হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, আমি ঘটনাস্থলেই আছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সবার সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

গলায় ফাঁস দেওয়া মরদেহ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর