চট্টগ্রামে সড়কে প্রাণ গেল ৪ জনের
১৫ জুন ২০২২ ১৬:৫৫ | আপডেট: ১৫ জুন ২০২২ ১৮:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়তলী এলাকায় একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের দুর্ঘটনায় দুই জন এবং লোহাগড়ায় মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ডাম্পার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই জন প্রাণ হারিয়েছেন।
বুধবার (১৫ জুন) দুপুরে নগরীর পাহাড়তলী থানা এলাকা ও লোহাগাড়া উপজেলায় এই দুই দুর্ঘটনা ঘটেছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে নগরীর সরাইপাড়া এলাকার কলকা ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের দরবেশহাট ডিসি সড়কের নুরুল হক চেয়ারম্যানের ঘাটায় মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ডাম্পার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন— মোহাম্মদ তেীহিদ (১৯) এবং মরিয়ম জান্নাত নামে আট বছর বয়সী এক শিশু।
একই দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকের চালককে আটক করেছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/টিআর