Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেল চালু হলে যানজট কমবে এটি ঠিক নয়: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৭:০২ | আপডেট: ১৫ জুন ২০২২ ১৮:২৯

ফাইল ছবি

ঢাকা: ঢাকায় ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) সুবিধার আওতায় মেট্রোরেল চালু হলে যানজট কমবে এটি ঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

তিনি বলেন, ‘মেট্রোরেল চালু হলেই যানজট নিরসন হবে এটি ঠিক নয়। যানজট নিরসন করতে হলে মেট্রোরেল ওরিয়েন্টেড ডেভলপমেন্ট করতে হবে। সেই সঙ্গে ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে হবে। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে হবে। তাহলেই মেট্রোরেল কেন্দ্রিক সুফল পাওয়া যাবে। সার্বিক দিক দিয়ে কাজ হলেই মেট্রোরেলের মাধ্যমে ঢাকাবাসীকে আমরা একটি যানজটমুক্ত শহর উপহার দিতে পারব।’

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুন) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘আষাঢ় মাস শুরু হয়েছে আজকে। এখন থেকে বৃষ্টি হবে। তাই সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয়। এখন ডেঙ্গু বাড়বে। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে আমাদের কার্যক্রম নিয়ে মাঠে আছি। সবাই সচেতন হলে ডেঙ্গু মোকাবিলা করতে পারব। তাই ঢাকাবাসী আপনারা নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন। নর্দমা পরিষ্কার করতে গিয়ে আমরা দেখেছি টাইলস, কাঁথা, বালিশ, লেপ, তোষক, ইট পাওয়া গিয়েছে। এ জন্য ঢাকাবাসীর কাছে নিবেদন, নর্দমা, খালে ড্রেনে এ ধরনের কোনো আবর্জনা ফেলবেন না। এগুলোর কারণে পানি নিষ্কাশনে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা অনেকাংশেই কমে এসেছে। ২০২০ সালে যে জলাবদ্ধতা ছিল, দুই বছরের ব্যবধানে ২০২২ সালে এসে তেমন জলাবদ্ধতা আর থাকবে না। আগের চেয়ে ৭০ শতাংশ জলাবদ্ধতা কম হবে ঢাকায়। তবে কোথাও যদি জলাবদ্ধতা হয় তাহলে আধাঘণ্টার মধ্যে পানি নেমে যাবে, সেভাবেই আমরা কাজ করছি।’

বিজ্ঞাপন

পদ্মা সেতু নিয়ে মেয়র বলেন, ‘পদ্মা সেতু আমাদের গর্ব আমাদের অহংকার। এমআরটি ঢাকাবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে অমূল্য উপহার হলো এমআরটি লাইন। আমরা ঢাকাবাসী সবচেয়ে বেশি অবহেলিত। আমরা ২ কোটি ১০ লাখ মানুষ ঢাকা শহরে বসবাস করি। নাগরিক সেবা থেকে আমরা বঞ্চিত যেগুলো আমাদের প্রয়োজন ছিলো। প্রধানমন্ত্রী আমাদের সেই সেবা দিতে কাজ করছেন।’

অনুষ্ঠানে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশনের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এমওআর পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/একে

ডিএসসিসি মেট্রোরেল মেয়র তাপস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর