Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে চাপায় পা হারানো কবিরকে কোটি টাকা ক্ষতিপূরণে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৩:৩৫

ফাইল ছবি

ঢাকা: সদরঘাটে লঞ্চ ও পন্টুনের মাঝে চাপায় পড়ে পা হারানো কবির হোসেনকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এবং পূবালী-১২ লঞ্চের মালিকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (১৫ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গত ঈদুল ফিতরের এক দিন আগে ১ মে সকালে স্ত্রী, মেয়ে ও তিন বোনকে নিয়ে সদরঘাটে আসেন দিনমজুর কবির হোসেন (২৮)। ঘাটে প্রচুর ভিড় থাকায় স্বজনদের নিয়ে লঞ্চে উঠতে পারেননি তিনি। অপেক্ষার পর পূবালী-১২ নামের এক লঞ্চ ঘাটে ভিড়তে শুরু করে। বেশি গতি থাকায় এটি পন্টুনে এসে জোরে ধাক্কা দেয়। অন্যদিকে যাত্রীর প্রচণ্ড চাপ পন্টুনে। এ সময় লঞ্চ ও পন্টুনের মাঝে চাপ খেয়ে কবির হোসেনের বাম পা হাঁটুর নিচ থেকে প্রায় আলাদা হয়ে যায়।পরে কেটে ফেলতে হয় কবিরের পায়ের হাঁটুর নিচের অংশ। কবির হোসেন (২৮) রাজধানীর নবাবপুরে বৈদ্যুতিক পাখার দোকানে দিনমজুরের কাজ করতেন।

এ বিষয়ে গত ১৮ মে একটি জাতীয় দৈনিকে ‌‘এই সংসার চলবে কী করে: লঞ্চের ধাক্কায় পা হারানো কবিরের স্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে সেটি সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাব না পেয়ে গত ৮ জুন হাইকোর্টে রিট দায়ের করা হয়। আজ এ বিষয়ে প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

সারাবাংলা/কেআইএফ/এএম

টপ নিউজ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর