Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানববন্ধনে অংশ নিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২২ ২২:৫৩

চাকুরি জাতীয়করণের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছিলেন কলেজ শিক্ষক আইয়ুব আলী খান, ছবি সারাবাংলা

টাঙ্গাইল: জেলা শহরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে একজন কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত শিক্ষকের নাম আইয়ুব আলী খান (৫৫)।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে টাঙ্গাইলের আদালত চত্বরের সামনে এ ঘটনা ঘটে। আইয়ুব আলী কালিহাতী শাজাহান সিরাজ কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রদর্শক পদে কর্মরত ছিলেন।

এ বিষয়ে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি একেএম আব্দুল আউয়াল জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছিল। আইয়ুব আলী ওই মানববন্ধনে অংশ নেন। এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আইয়ুব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইয়ুব আলী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করেন একেএম আব্দুল আউয়াল।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হক তমাল বলেন, আইয়ুব আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে- তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।

সারাবাংলা/এনএস

কলেজ শিক্ষকের মৃত্যু চাকুরি জাতীয়করণের দাবি টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর