Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে গ্যাসের মজুত ৯.৩০ ট্রিলিয়ন ঘনফুট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২২ ২২:১৮

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী মোট প্রাথমিক গ্যাস মজুতের পরিমাণ ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুতের পরিমাণ ২৮.৪২ ট্রিলিয়ন ঘনফুট। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ১৯.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করার ফলে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ৯.৩০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমানের এক প্রশ্নের জাবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৩০টি জেলায় বিভিন্ন শ্রেণির গ্রাহকের (বিদ্যুৎ, ক্যাপটিভ পাওয়ার, শিল্প, সার কারখানা, সিএনজি, গৃহস্থালি, বাণিজ্যিক ও চা বাগান) কাছে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

মজুতকৃত দেশীয় গ্যাস উৎপাদনের সঙ্গে চাহিদার তুলনায় ঘাটতি আছে, যা সমন্বয়ের লক্ষ্যে বর্তমানে এলএনজি আমদানিসহ দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন বৃদ্ধি এবং নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার (অনশোর অফশোর) জন্য নানামুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মোজাফ্ফর হোসেনের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভবিষ্যতে জ্বালানি খাতের উন্নয়নে সরকার বেশ কিছু প্রকল্প সমাপ্ত করেছে এবং বেশকিছু প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে Power and Energy Master Plan সহ কিছু প্রকল্প বিবেচনাধীন রয়েছে। জ্বালানি খাতের উন্নয়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশে তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে…

বিজ্ঞাপন

পেট্রোবাংলার গৃহীত চলমান ৩৪টি প্রকল্পে মোট বিনিয়োগ ১৪,০০০,৪৬ (চৌদ্দ হাজার কোটি ছয়চল্লিশ লাখ) টাকা। তার মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৩,০৮১,৭০.০০ (তিন হাজার একাশি কোটি সত্তর লাখ) টাকা এবং দেশি বিনিয়োগের পরিমাণ ১০,৯১৮,৭৬.০০ (দশ হাজার নয়শত আঠারো কোটি ছিয়াত্তর লাখ) টাকা

পেট্রোবাংলার মাধ্যমে ডিপিপি অনুমোদন প্রক্রিয়াধীন ৯টি প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৩,৪৩৪,৭৩.৯৮ (তিন হাজর চারশত চৌত্রিশ কোটি তিয়াত্তর লাখ আটানব্বই হাজার) টাকা।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

টপ নিউজ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর