Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্যু না পেয়ে কুসিক নির্বাচন নিয়ে মিথ্যা বলেছে বিএনপি: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২২ ২১:৫৬

মাহবুব উল আলম হানিফ, ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কোনো ইস্যু না পেয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আসে নাই বা সেটা দৃশ্যমান নয়। কুমিল্লা মহানগর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার তার নিজ বাড়িতে অবস্থান করছেন। একজন সংসদ সদস্য তার এলাকায় যেতে পারেন, বাড়িতে থাকতে পারেন। তিনি স্থানীয় নির্বাচনে প্রচারণায় অংশ নিচ্ছেন কি না— সেটাই হচ্ছে মূল বিষয়। যদি কোনো সংসদ সদস্য স্থানীয় নির্বাচনের প্রচারণায় অংশ না নিয়ে থাকেন সেক্ষেত্রে তো নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে না।’

তিনি বলেন, ‘আমরা যতটুকু দেখেছি বা শুনেছি, তিনি কুসিক নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করেন নাই। তিনি তার বাড়িতে অবস্থান করছেন। মানুষ তার নিজস্ব বাড়িতে থাকবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এ কারণে কাউকে পদত্যাগ করতে হবে, বহিষ্কার করতে হবে— এটা যৌক্তিক নয়।’

হানিফ আরও বলেন, ‘আসলে বিএনপির সামনে এ সময় সরকারের বিরুদ্ধে কথা বলা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার মতো তেমন কিছু নেই। এ কারণে তারা এসবে (কুসিক নির্বাচনকালে বাহাউদ্দিন বাহার তার নিজ বাড়িতে থাকা) ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনো একটা ঘটনাকে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে।’

বিজ্ঞাপন

এ সময় কুষ্টিয়া এক আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্দ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

আওয়ামী লীগ কুসিক নির্বাচন কুসিক নির্বাচন ২০২২ বিএনপি মাহবুব উল আলম হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর