রাঙ্গামাটিতে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
১৪ জুন ২০২২ ২০:২৭ | আপডেট: ১৪ জুন ২০২২ ২০:২৯
রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে বজ্রপাতে অষ্টম শ্রেণির ছাত্রী রূপসী চাকমা নিহত হয়েছে। এ সময় তার মা অনিতা চাকমা আহত হন।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় দূরছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে, গতকাল সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে অর্ক চাকমা নামে এক কলেজছাত্র বজ্রপাতের প্রাণহারায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে হঠাৎ বজ্রপাতে খেদারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রূপসী চাকমার মৃত্যু হয়। এ সময় তার মা অনিতা চাকমা আহত হয়েছেন। তার পিতার নাম পুলিন বিহারী চাকমা।
খেদারমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিটু চাকমা জানান, তারা মা-মেয়ে ভাত খাবার সময়ে বাড়ির আঙিনার গাছে বজ্রপাতটি ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় আমি মর্মাহত। জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্ক চাকমা ও ছাত্রী রুপসী চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সারাবাংলা/এনএস