অর্থপাচারকারী সরকারি কর্মী হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: দুদক
১৪ জুন ২০২২ ১৯:০৬ | আপডেট: ১৪ জুন ২০২২ ১৯:১০
ঢাকা: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিদেশে পাচার করা অর্থ কর দিয়ে বৈধ করার সুযোগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
দুদক সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অর্থ পাচারের বিষয়ে দুদকের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুদকের মানিলন্ডারিং আইনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে আইন আছে, আমরা সেভাবেই ব্যবস্থা নেব।
এর আগে, গত ৯ জুন জাতীয় সংসদের পাচার করা অর্থের বিষয়ে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, বিদেশে অবস্থিত যেকোনো সম্পদের ওপর কর পরিশোধ করা হলে আয়কর কর্তৃপক্ষসহ যেকোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করবে না।
বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, বিদেশে অর্জিত স্থাবর সম্পত্তি বাংলাদেশে আনা হলে এর ওপর ১৫ শতাংশ, বিদেশে থাকা অস্থাবর সম্পত্তি দেশে আনা হলে ১০ শতাংশ ও দেশে পাঠানো (রেমিট্যান্স) নগদ অর্থের ওপর ৭ শতাংশ হারে কর দিলেই সেটি বিনা প্রশ্নে বৈধ আয় হিসেবে প্রদর্শন করা যাবে।
সারাবাংলা/এসজে/টিআর
অর্থ পাচার দুদক দুর্নীতি দমন কমিশন বিদেশে অর্থ পাচার বিধি অনুযায়ী ব্যবস্থা