Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্যদের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২২ ১৫:১৫ | আপডেট: ১৪ জুন ২০২২ ১৫:১৬

পটুয়াখালী: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ গাজী (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাগনে শামিম (৩০)।

মঙ্গলবার (১৪ জুন) সকাল দশটায় কুয়াকটা-পটুয়াখালী মহাসড়কের বশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হানিফ আমখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি ওই এলাকার মৃত রত্তন গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমখোলা থেকে ভাগনে শামিমের মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা দেন হানিফ। এসময় বশাক বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুই জনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

ইউপি সদস্যদের মৃত্যু মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর