তুরস্কের পরিকল্পনা প্রতিহত করার ঘোষণা সিরিয়ার
১৪ জুন ২০২২ ১৩:৫৪
ঢাকা: সিরিয়ার ভেতরে নিরাপদ অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে তুরস্ক। সিরিয়ার পার্লামেন্ট তুরস্কের এ ধরনের উদ্যোগের কঠোর সমালোচনা করেছে। যেকোনো মূল্যে আঙ্কারার এই পরিকল্পনা প্রতিহত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুন) সিরিয়ার পার্লামেন্ট এক বিবৃতিতে তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, সিরিয়ার জনসংখ্যার গঠনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করছে আঙ্কারা। সিরিয়ার ভূখণ্ড দখলের মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে তুরস্ক।
বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সীমান্তজুড়ে তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার সিরিয়ার আছে। সিরিয়া বিবৃতিতে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে বলেছে, এর বিরুদ্ধে স্বাধীনভাবে সিদ্ধান্ত ও লড়াই করবে দামেস্কো।
উল্লেখ্য যে, তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেব এরদোগান গত ২৩ মে বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে সীমান্ত এলাকায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপদ অঞ্চল গঠন করতে চান তিনি। এ লক্ষ্যে সিরিয়ায় তুর্কি সেনারা অভিযান শুরু করেছে।
সারাবাংলা/আইই