আল ফাট্টাহ রিসোর্ট থেকে টাকা-সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক
১৩ জুন ২০২২ ২৩:৩৪ | আপডেট: ১৪ জুন ২০২২ ০০:২৫
কক্সবাজার: কক্সবাজারের হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের আল ফাট্টাহ রিসোর্ট থেকে টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ আট জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
সোমবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে রিসোর্টের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে আটক আট জন হলেন— আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজি রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা গেছে।
কক্সবাজার দায়িত্বরত র্যাব-১৫-এর উপঅধিনায়ক মঞ্জুর মেহেদী ইসলাম জানান, অনেকে এখানে এসে জুয়ায় নিঃস্ব হয়েছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। তারই ধারবাহিকতায় অভিযান চালানো হয়েছে।
তিনি জানান, এসময় আনুমানিক ১৩ লাখ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
সারাবাংলা/টিআর