রাঙ্গামাটিতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ২২:৪২
১৩ জুন ২০২২ ২২:৪২
রাঙ্গামাটি: বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে অর্ক চাকমা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় ঝড়ো বাতাসের সঙ্গে ব্জ্রপাতে তার মৃত্যু হয়।
অর্ক চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের পূর্বহিরাচর এলাকায় বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক পরিবারিক পরিচয় পাওয়া যায়নি।
কলেজ ছাত্র অর্ক চাকমা রাঙ্গামাটি সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র। তার অকাল মৃত্যুতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
নিহত অর্ক চাকমার সহপাঠী বিধান চাকমা জানান, সোমবার সন্ধ্যার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ঝড়ো বাতাস আর বজ্রপাতের কবলে পড়েন তারা। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
সারাবাংলা/এমও