Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থপাচারকারীদের গ্রেফতার না করে দায়মুক্তিতে লাভ হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ২০:৫৫

ফাইল ছবি: হারুনুর রশীদ

ঢাকা: যারা বিদেশে অর্থপাচার করেছে তাদের একজনকেও গ্রেফতার এবং আইনের আওতায় আনা যায়নি। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে পাচারকারীদের দায়মুক্তি দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

সোমবার (১৩ জুন) সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশীদ এ মন্তব্য করেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপত্বিত করেন।

হারুনুর রশীদ বলেন, ‘দেশের অর্থিক প্রতিষ্ঠানগুলি দুর্বল। লুটেরা দুনীতিবাজরা বিদেশে অর্থপাচার করছে। গত ১০, ১৫ বছরে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। পাচারকারীদের একজনকেও আমরা গ্রেফতার করতে পারিনি, আইনের আওতায় আনতে পারিনি। পি কে হালদারকে আমরা কেন গ্রেফতার করতে পারলাম না। ভারতে গ্রেফতার হয়েছে, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কেন তাকে ভারত থেকে আনতে পারলাম না। ভারত যেসব ক্রিমিনালকে গ্রেফতার করেছে তাদেরও দেশে ফিরিয়ে আনতে হবে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে। আর্থিক সংগঠনগুলোর ব্যবস্থাপনায় যে দুর্বলতা রয়েছে তা কাটিয়ে প্রতিষ্ঠাগুলোকে শক্তিশালী করতে হবে।’

হারুন আরও বলেন, ‘যারা টাকা পচার করেছে এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। অর্থ পচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দায় মুক্তি দিলে হবে না।’

যেসব জায়গায় বরাদ্দ বাড়ানো হয়েছে, তা অপচয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে ব্যয় বাড়ানো হয়েছে, দেশে কি নির্বাচন হচ্ছে? জননিরাপত্তা আইন বিভাগের কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া। কিন্তু দেশে আজ নারীরাও নিরাপদ না।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

অর্থপাচারকারী এমপি হারুন দায়মুক্তি বিএনপির সংসদ সদস্য হারুন