Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ওসির ওপর হামলা: ২ জন রিমান্ডে, ১০ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ২০:১১

ঢাকা: মোহাম্মদপুর থানার ওসিসহ পুলিশের ওপর হামলা ঘটনায় গ্রেফতার ১২ জনের মধ্যে এজাহারভুক্ত দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দশ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুন) মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর শফিউল আলম আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

রিমান্ড যাওয়া ওই দুই আসামি হলেন মোস্তা‌ফিজুর (৪৭) ও উমর ফারুক (৪১)।

কারাগারে যাওয়া ১০ আসামি হলেন- আশিক (৩০), মুন্না (১৯), অন্তর (২০), আব্দুল খালেক (২২), মিজান (২১), শাওন (১৯), নুর নবী (২২), শা‌হিন (২২), মাসুদ (২৩) ও আবুল কালাম (২৯)।

এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

গত ১২ জুন মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ভারতে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেত্রী নুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করেছেন এমন অভিযোগে গত ১০ জুম্মার নামাজের পর ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত মুসল্লিরা কোন উস্কানি ছাড়াই মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায়।

ওই ঘটনায় মোহাম্মদপুর থানার পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/একে

ওসি মোহাম্মদপুর টপ নিউজ মোহাম্মদপুর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর