Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁঠালে ২য়, আমে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ২০:১৭ | আপডেট: ১৪ জুন ২০২২ ০০:৪৩

ঢাকা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্বে ফলের উৎপাদন বৃদ্ধির সর্বোচ্চ হারের রেকর্ড বাংলাদেশের, বছরে সাড়ে ১১ শতাংশ হারে ফল উৎপাদন বাড়ছে। কাঁঠাল উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, আমে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, পেঁপেতে ১৪তম স্থানে আছে বাংলাদেশ।

সোমবার (১৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব তথ্য জানান। জাতীয় ফল মেলা আয়োজন উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। মেলার এবারের প্রতিপাদ্য ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’।

বিজ্ঞাপন

মৌসুমি ফল উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশ নাম লিখিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিত্যনতুন ফল চাষের দিক থেকেও বাংলাদেশ সফলতা পেয়েছে। এখন বাংলাদেশে ৭২ প্রজাতির ফলের চাষ হচ্ছে, যা আগে হতো ৫৬ প্রজাতির।’

সবার জন্য উন্মুক্ত ফল মেলা শুরু ১৬ জুন

 

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘২০০৮-০৯ সালে দেশে ফলের উৎপাদন ছিল প্রায় ১ কোটি টন, আর বর্তমানে ফলের উৎপাদন হচ্ছে প্রায় ১ কোটি ২২ লাখ টন। বিগত ১২ বছরে ফলের উৎপাদনের প্রবৃদ্ধি ২২%। এর ফলে বাংলাদেশের মানুষের মাথাপিছু দানাজাতীয় শস্য গ্রহণের পরিমাণ কমেছে এবং মাথাপিছু ফল গ্রহণের পরিমাণ বেড়েছে। ২০০৬ সালে মাথাপিছু ফল গ্রহণের হার ছিল ৫৫ গ্রাম যা বেড়ে এখন হয়েছে ৮৫ গ্রাম।’

এসময় কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থাপ্রধানরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

আম কাঠাল টপ নিউজ পেয়ারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর