সেই কনটেইনার ডিপো থেকে হাড়গোড় উদ্ধার
১৩ জুন ২০২২ ১৯:৪০ | আপডেট: ১৩ জুন ২০২২ ১৯:৪১
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিএম কনটেইনার ডিপো থেকে মানব শরীরের কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
ঘটনার ৯দিন পর সোমবার (১৩ জুন) দুপুরে ডিপোর বিভিন্ন স্তূপ থেকে এসব হাড়গোড় উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে জানিয়েছেন, একটি পায়ের ছোট অংশ এবং শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়েছে। সেগুলো একই ব্যক্তির নাকি কয়েকজনের সেটি জানতে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত করা হবে। হাড়গুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।
গত ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর সেখানে কয়েক দফা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর প্রশাসন নিশ্চিত করেছে।
আহত-দগ্ধ অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের অধিকাংশই ডিপো শ্রমিক, কর্মকর্তা, কর্মচারি, ফায়ার সার্ভিস কর্মী, বিভিন্ন ট্রাক কভার্ড ভ্যানের চালক, হেলপার এবং পুলিশ সদস্য।
সারাবাংলা/আরডি/একে