Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোড়ানে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ১৭:৪৯

ঢাকা: রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় একটি বাসায় পারিবারিক কলোহের জেরে ইফাত শরীফ মিশু (৩২) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১৩ জুন) বেলা দেড়টার দিকে দক্ষিণ গোড়ানের একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই গৃহবধুর খালু ফিরোজ আলম জানান, তাদের বাড়ি ঢাকা দোহার সিনজুর গ্রামে। মিশুর বাবা মজিবর রহমান পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন। আট বছর আগে প্রিন্টিং ব্যবসায়ী নুরে আলমের সঙ্গে বিয়ে হয় মিশুর। এরপর থেকে খিলগাঁও দক্ষিণ গোড়ানে চার তলা বাসায় ভাড়া থাকে তারা। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফিরোজ আলম বলেন, ‘মিশুর স্বামী নুরে আলমের ফকিরাপুলে প্রিন্টিং ব্যবসা। সকাল থেকে সে ফকিরাপুলে ছিল। ঘটনার সময় মিশু স্বামীকে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। এটা দেখে স্বামী নুরে আলম দ্রুত বাসায় গিয়ে দরজা বন্ধ পায়। পরে দরজা ভেঙে মিশুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পায়। পরে মিশুকে দ্রুত স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘খবর পেয়ে দ্রুত ইসলামীয়া হাসপাতালে যাই। তবে সেখানে মিশুর স্বামীকে দেখতে পাই না। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ফাঁসির কারণ সম্পর্কে ফিরোজ বলেন, ‘প্রায় দুই বছর আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয় নুরে আলমের। ওই মেয়েকে বিয়েও করে নুরে আলম। তবে পারিবারিক চাপে ওই মেয়েকে ডিভোর্স দেয়। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। শুনেছি আবারও ওই মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে নুরে আলম।’

বিজ্ঞাপন

এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানায় অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আত্মহত্যা গলায় ফাঁস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর