Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৌরনদীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডি‌স্ট্রিক করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ১৭:৫৪

বরিশাল: গাছ থেকে পড়ে বরিশালের গৌরনদীতে শাহিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন হাওলাদার জেলার উপজেলার পৌর এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫/৬ জন শ্রমিক সোমবার দিয়াশুর মহল্লায় গাছ ব্যবসায়ী রমিজ প্যাদার গাছ কাটছিলেন। এসময় গাছের ওপরে থাকা শাহিন হাওলাদার অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।

প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে কত্যর্বরত চিকিৎসক শাহিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এমও

বরিশাল শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর