Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনজি-অটোরিকশা সংঘর্ষে নিহত এক, আহত ৩

ডি‌স্ট্রিক করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ১৭:৩৮

নেত্রকোনা: কেন্দুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাজমুল হোসেন (২৭) ভুঁইয়া নাম এক যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এসময় অপর ৩ জন যাত্রী আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।

সোমবার (১৩ জুন) দুপুরে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কে কমলপুরে এই ঘটনা ঘটেছে। নিহত নাজমুল হোসেন জেলার মদন উপজেলার তিয়শ্রী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মীর মাহবুব জানান, সোমবার দুপুরের দিকে যাত্রীবাহী একটি সিএনজি ময়মনসিংহ থেকে ছেড়ে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। উপজেলার কমলপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা যায়। এসময় তিনজন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্বজনদের সঙ্গে আলোচনা করে মরদেহ বুঝিয়ে দিয়েছে পুলিশ।

সারাবাংলা/এমও

নিহত নেত্রকোনা সিএনজি-অটোরিকশার সংঘর্ষ