আজও শনাক্ত শতাধিক, নতুন কোনো মৃত্যু নেই
১৩ জুন ২০২২ ১৭:১০ | আপডেট: ১৩ জুন ২০২২ ১৯:৩৯
ঢাকা: গত ২৪ ঘণ্টায় ১২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জন শনাক্ত হলেন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে স্থির রয়েছে।
এর আগে, রোববার (১২ জুলাই) ১০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। যা ছিল গত ৭৮ দিনের ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক শনাক্তের সংখ্যা।
পরিসংখ্যান বলছে— এ বছরের ২৫ মার্চ ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। ৫ মে শনাক্ত হয়েছিলেন সর্বনিম্ন ৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো রোগী মারা যাননি। এ নিয়ে দেশে টানা ১৪ দিন করোনায় মৃত্যুশূন্য অবস্থায় রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমণের সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২৮ জন, যা আগের দিন ছিল ১০৯ জন। একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। যা আগের দিন ছিল ২ দশমিক ২৬ শতাংশ।
সোমবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো কোভিড-১৯ বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৭৯টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি, র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬২টি। মোট ল্যাবের মধ্যে সরকারি ৫৪৫টি ও বেসরকারি ১১৭টি।
এ সব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। এদিন নতুন ও পুরনো নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৬৮৮টি। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯৩ লাখ ৫২ হাজার ৭৯৪টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ লাখ ৩৫ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৪৬২টি।
নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯১ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছিলেন ৯১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৩৭৭ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।
এর আগে, সোমবার (৩০ মে) সবশেষ করোনা সংক্রমণ নিয়ে একজনের মৃত্যুর পর করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১৩১ জনে স্থির রয়েছে। এ পর্যন্ত করোনায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৭ জন, নারী ১০ হাজার ৫৩৪ জন।
সারাবাংলা/একে