Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ওসির ওপর হামলা, খতিবসহ গ্রেফতার ১০

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ১৫:০১ | আপডেট: ১৩ জুন ২০২২ ১৬:৪৭

ঢাকা: রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় গত শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের বিক্ষোভের সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের ওপর হামলার ঘটনায় মসজিদের এক খতিবসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত ওসি আবুল কালাম আজাদকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুন) দুপুরে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার (১০ জুন) বিকেলে ঢাকা উদ্যান এলাকায় মুসল্লিরা বিক্ষোভ করার জন্য জড়ো হন। এ সময় ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে বলেন আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল দ্রুততম সময়ের মধ্যে শেষ করেন। এ কথা বলে চলে আসার পথে পেছন থেকে কয়েকজন যুবক ওসির ওপর হামলা চালায়। এ ঘটনার পর অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ও নির্দেশদাতা মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের নাম-পরিচয় জানতে চাইলে কামরুজ্জামান বলেন, গ্রেফতার ১০ জনের মধ্যে একজন মসজিদের খতিব রয়েছেন। খতিবকে জিজ্ঞাসাবাদ করা হবে হামলার ঘটনায় কার ইন্ধন রয়েছে এবং কারা জড়িত। গ্রেফতারদের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ করা হবে।

হামলায় আহত ওসির শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘হামলার ঘটনার পর ওসি স্যারকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা। তার চোখে এখনও সমস্যা রয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

আবুল কালাম আজাদ টপ নিউজ মোহাম্মদপুরের ওসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর