Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা, সুরমার পানি বিপৎসীমার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ১৪:৩৯

সুনামগঞ্জ: টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকদিন ধরে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি নদীসহ জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

সোমবার (১৩ জুন) সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে ৭.৯১ মিটারে প্রবাহিত হচ্ছে বলে জানিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরের লোকজন বর্ষার শুরুতেই দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা করছেন। ইতোমধ্যেই, পৌর শহরের উত্তর আরপিন নগর, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, পুরানপাড়া রাস্তা ঘাট ঢলের পানিতে ডুবে গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, কয়েকদিন ধরে সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে মাঝারি ও ভারি বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/একেএম

টপ নিউজ বন্যা সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর