Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, ৬৩ চরে বন্যার শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১৯:১১

লালমনিরহাট: দিন দিন তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই। তিস্তায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি বেড়ে যাওয়ায় ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। তিস্তার চর অঞ্চলের ৬৩ চরের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে ভাঙন।

রোববার (১২ জুন) দুপুর দু’টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২.৫৩ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচে (স্বাভাবিক ৫২.৬০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারাজ রক্ষায় ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, রোববার সকাল ৬টা থেকে থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ব্যারাজ পয়েন্টে ৫২.৪৫ সেন্টিমিটার, সকাল ৯টায় পয়েন্টে ৫২.৫০ সেন্টিমিটার, দুপুর দুইটায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তাপারের জেলে কদম আলী জানান, গত ১৫ দিন থেকে তিস্তার পানি বেশি। তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলেরা মাছ ধরতে পারছেন না।

হাতিবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ‘বন্যা কবলিত মানুষের জন্য প্রস্তুত রয়েছি।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, ‘তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থান করছে। তবে উজানে ভারি বৃষ্টিপাত না হওয়ায় তিস্তার পানি কমে যেতে পারে।’

সারাবাংলা/এমও

তিস্তা তিস্তার পানি বন্যার শঙ্কা লালমনিরহাট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর