Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব দল না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: সাবেক সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১৬:০৪ | আপডেট: ১২ জুন ২০২২ ১৭:৫৫

ঢাকা : সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপির বক্তব্যে বোঝা যাচ্ছে, তারা বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আসতে চায় না। তাদের নির্বাচনে আনতে নির্বাচন কমিশনকে ভূমিকা পালন করতে হবে।’

রোববার (১২ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে অংশ হিসেবে এদিন নির্বাচন বিশেষজ্ঞদের (সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিব) সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে এবং স্বাধীনভাবে কাজ করতে হবে উল্লেখ করে শামসুল হুদা বলেন, কোনো পর্যায়ে সাবেক কমিশনারদের সহযোগিতা দরকার হলে কমিশনকে সহযোগিতা করা হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় পরিচয় পত্র খুব দরকার উল্লেখ করে এ টি এম শামসুল হুদা বলেন, ‘জাতীয় পরিচয় পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিতে হলে কমিশন আইন পরিবর্তন করতে হবে।’

সারাবাংলা/জিএস/একে

ইসি টপ নিউজ নির্বাচন কমিশন সিইসি

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর