ডেসটিনির পরিচালক রফিকুল আমীনের স্ত্রী কারাগারে
১২ জুন ২০২২ ১৫:০১ | আপডেট: ১২ জুন ২০২২ ১৫:৫৯
ঢাকা: ডেসটিনি ২০০০ লিমিটেডের ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের এক মামলায় সাজাপ্রাপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী মিসেস ফারাহ দীবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১২ জুন) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফারাহ দীবা।
এ সময় তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। দুইপক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. বেলাল এ তথ্য জানান।
এর আগে গত ১২ মে এ মামলায় রফিকুল আমিনের স্ত্রী মিসেস ফারাহ দীবাকে ৮ বছরসহ অর্থদণ্ডের আদেশ দেন।
জানা যায়, মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। মামলাটির গত ১২ মে রায় ঘোষণা করা হয়। রায়ে প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।
সারাবাংলা/এআই/এএম