Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচন করতে পারব: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২২ ১৪:৪৯ | আপডেট: ১২ জুন ২০২২ ১৬:৫৫

ফাইল ছবি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী নির্বাচন ভালো করতে পারব। আপনারা নির্বাচনের ভেতরে এবং বাইরের চ্যালেঞ্জের কথা জানবেন। সবগুলো নির্বাচন সফল করতে আমরা নানানভাবে চেষ্টা করব।

রোববার (১২ জুন) সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকালে সংলাপ শুরু হয়। সংলাপে যোগ দিয়েছেন সাবেক সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ, ড. এটিএম শামসুল হুদা ও কেএম নূরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, সাবেক সচিব মোহাম্মদ সাদিক, জেসমিন টুলি, মো. আবদুল্লাহসহ বেশ কয়েকজন।

বর্তমান ইসি গত মার্চ মাস থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিকভাবে সংলাপ করছে। গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ-বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদক/সিনিয়র সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ করে ইসি।

সারাবাংলা/জিএস/আইই

প্রধান নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর