কুমিল্লাকে সমস্যাহীন নগরী হিসেবে গড়তে চান রাশেদুল ইসলাম
১২ জুন ২০২২ ১২:২৩ | আপডেট: ১২ জুন ২০২২ ১৩:১৮
কুমিল্লা থেকে: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী (হাতপাখা) মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী বলেছেন, কুমিল্লাকে সমস্যাহীন একটি নগরী হিসেবে গড়ে তুলতে চাই। একইসঙ্গে নগর ভবন হবে দুর্নীতিমুক্ত। যানজট, জলাবদ্ধতা নিরসনসহ ১৩টি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কাজ করব। বিজয়ী হলে আমার প্রতিশ্রুতি শতভাগ পূরণ করব।
শনিবার (১১ জুন) সারাবাংলাকে এসব কথা বলেন কুসিক নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা মেয়র প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী।
তিনি বলেন, প্রথম প্রার্থী হিসেবে আমি ইতোমধ্যেই শুক্রবার (১০ জুন) নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। আমার ইশতেহারে ১৩টি বিষয় উল্লেখ করেছি। এছাড়াও ধনী-গরিব সবার জন্যেই নগর ভবন থাকবে উন্মুক্ত। আমার নির্বাচনী প্রচারণাতেও গুরুত্ব পাচ্ছে নগরীর সার্বিক উন্নয়নের বিষয়টি। এছাড়াও জনগণের সেবা দিয়ে নগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সচেষ্ট থাকবো। চাঁদাবাজি, দুর্নীতি, ও ভেজালমুক্ত সিটি করপোরেশন গড়ে তুলব, যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর জন্য যাকাত বোর্ড গঠন করব। এছাড়াও নির্বাচনে বিজয়ী হলে আমি কুমিল্লা নগরীকে যানজটমুক্ত করবো। জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিমুক্ত নগর ভবন, ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত নগর ভবন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, তৃতীয় লিঙ্গের মানুষের পুনর্বাসন, জাকাত বোর্ড গঠন, সমাজ নিয়ে উন্নয়ন চিন্তা, হকার–মাদক ও সন্ত্রাসমুক্ত নগর গড়া, সার্বিক উন্নয়ন করার পরিকল্পনাসহ ১৩টি কাজ করবো বলে ইতোমধ্যেই জানিয়েছে।
১৩ দফা ইশতেহার বাস্তবায়নে নগরবাসীর মতামত নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী।
প্রসঙ্গত, কুসিক নির্বাচনে মেয়রপদে প্রতিদ্বন্দিতা করছেন পাঁচজন প্রার্থী। এছাড়াও কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। এবার কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। এই সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬।
কুমিল্লা সিটি করপোরেশনের এটি তৃতীয় নির্বাচন। এর আগে দুই নির্বাচনেই মেয়র পদে ভোটে নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং দ্বিতীয়বার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।
সারাবাংলা/এসবি/এএম
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কুসিক নির্বাচন কুসিক নির্বাচন ২০২২ মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী