Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুদ্দুস বয়াতির মা আমেনার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ২০:৩৯

নেত্রকোনা: জনপ্রিয় লোক সংগীতশিল্পী কুদ্দুস বয়াতির মা আমেনা চলে গেলেন না ফেরার দেশে। শনিবার (১১ জুন) দুপুর ২টায় তার মৃত্যু হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। বার্ধক্যজনিত কারণে মায়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুদ্দুস বয়াতি।

তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার মা অসুস্থ ছিলেন। হাঁটতে পারতেন না। গত ছয় মাস ধরে একেবারে অচলাবস্থা ছিলো। আজ দুপুর ২টায় মা ইন্তেকাল করেন। আমার মা আমার সব কিছুর উৎসাহ ও প্রেরণা ছিলেন।’

বিজ্ঞাপন

কুদ্দুস বয়াতির বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে। সেখানেই পারিবারিক কবরস্থানে মাকে দাফন সম্পন্ন হয়েছে বলে জানান শিল্পী। আমেনা খাতুনের বয়স ১০০ বছরের বেশি হয়েছিল।

উল্লেখ্য, আরফান আলী ও আমেনা খাতুনের আট সন্তান। এর মধ্যে সবার বড় কুদ্দুস বয়াতি। তিনি বাংলা লোকগানে অসামান্য খ্যাতি লাভ করেছেন। ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরও দিন আছে’ শিরোনামের গানটি গেয়ে দেশজুড়ে পরিচিতি পান। পরবর্তীতে আরও অনেক গান উপহার দিয়েছেন কুদ্দুস বয়াতি। বিভিন্ন ধরনের টেলিভিশন নাটকে অভিনয়ও করেছেন তিনি।

সারাবাংলা/এমও

কুদ্দুস বয়াতি মায়ের মৃত্যু লোক সংগীতশিল্পী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর